azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

sutapa bhattacharya – abar ashibo phire lyrics

Loading...

আবার আসিব িফরে
ধানিসিড়িটর তীরে—এই বাংলায়।
হয়েতো মানুষ নয়—হয়েতা বা শঙ্কচিল শালিকের েবশে;

হয়েতো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের েদশে কুয়াশার বুকে েভসে একিদন আসিব এ কাঠঁাল-ছায়ায়;
হয়তো বা হঁাস হ’ব—িকশোরীর—ঘুঙুর রহিবে লাল পায়,
সারা িদন কেেট যাবে কলমীর গন্ধ ভরা জলে েভসে েভসে;
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালবেসে,
জলাঙ্গীর েঢউেয় েভজা বাংলার এ সবুজ করূণ ডাঙায়;
হয়তো দেখিব েচয়ে সুদশর্ন উড়িতেছে সন্ধার বাতাসে;
হয়েতো শুনিবে এক লক্ষীেপঁচা ডাকিতেছে িশমুেলর ডালে;
হয়েতো খইয়ের ধান ছড়াতেছে িশশু এক উঠানের ঘাসে;
রূপসার েঘালা জলে হয়েতা িকশোর এক শাদা েছঁড়া পালে িডঙা বায়;
—রাঙা েমঘ সঁাতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে েদখিবে ধবল বক:
আমারেই পাবে তুমি ইহাদের িভড়ে।।



Random Lyrics

HOT LYRICS

Loading...