azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

13th funeral - forensic shohor lyrics

Loading...

আমাদের আয়ুর আশায়
কুতসিত ভালবাসায়
আমাদের স্বপ্ন দেখায়
ভাংগা পাজর হারায়

আমাদের ধুসর রঙ তুলিতে
সাদা কাফনেরা
আমাদের পথে ছুটে চলে
সব অশরীরা

এ শহর,মৃত্যুর মিছিলে নিথর শহর
এ শহর, ভুলে ভরা আমার বহর
এশহর,চোখে দেখে চেনা যায় না আপন আর কে পর
এ শহর,স্মৃতির কারাগারে এতটা বছর

নিশাচর শহর নেশায়
বিভ্রান্ত মেঘে ঢেকে যায়
দুরবিন চোখে স্বপ্ন দেখে
এখানে থেমে আছে সময়

এখানে আমাদের, যুদ্ধ শেষে
আনবিক আধারে, আলোর রেখা
আবারো ফিরে যাই, উন্মাদ স্রোতে
ফিরে চল আবার



Random Lyrics

HOT LYRICS

Loading...