13th funeral - kichui nei lyrics
Loading...
তোমার জন্য ব্যস্ত এ শহর
আর আমার জন্য ধুলো মাখা পথ
তোমার জন্য নিয়নের আলো
আর আমার জন্য অন্ধকার ঘর
তোমার জন্য হারানো এ গান
তোমার জন্য কি বা পেলাম!
তোমার জন্য অলি গলি
ব্যস্ত শহর রাস্তা গুলি
তোমার জন্য সকাল বিকাল
তোমার জন্য হারানো এ গান
তোমার জন্য কি বা পেলাম
যখন নামে বিকেল আর সন্ধ্যে
তখন তোমার চুলেরই গন্ধ্যে
হাওয়ায় মিশে যেতে চাই
তোমার মনেরই আঙিনায়
তখন উদাসি বিকেল
মেঘ গুলো জড়ো হয়ে যায়
তোমার জন্য হারানো এ গান
তোমার জন্য কি বা পেলাম
Random Lyrics
- drawn and quartered - implements of hell lyrics
- sted.d - до 16 и старше (under 16 and over) lyrics
- rezlaine & nosgov - need for speed lyrics
- joey the dreamer - $73@my $u8c0n$c!0u$ lyrics
- yungtoy$ - street lyrics
- aria torkanbouri - qadın marşı lyrics
- luciana mello - tempo de amar lyrics
- textkill - notice lyrics
- pinky lemon - pop criminal lyrics
- rxyal - mbfrpm (intro) lyrics