aarka - akasher nile lyrics
Loading...
আকাশের নীলে,
হৃদয়ের তুলিতে,
তোমায় এঁকে যাই
নীল বেদনায়
ও হৃদয়ের আলোয়
তাঁরার দ্বীপ জ্বেলে,
জেগে রয়েছি
তোমারি দু চোখে
যত দূরে রয়ে যাও,
আমারি হয়ে রও
তোমারি জগতে,
তোমারি হাসিতে
কত বৃষ্টি ঝরে যায়
হৃদয়ের আঙিনায়
সঙ্গিহীনতায়
আকাশের নীলে,
হৃদয়ের তুলিতে,
তোমায় এঁকে যাই
নীল বেদনায়
তোমার কি বা আছে দেবার
এ দু চোখে নোনা জল
বিরহের ই করুন সুরে
কেটে যায় প্রহর
তুমি তো জানবে না কখনো
কত কাছে, তুমি ছিলে
যত দূরে রয়ে যাও,
আমারি হয়ে রও
তোমারি জগতে,
তোমারি হাসিতে
কত বৃষ্টি ঝরে যায়
হৃদয়ের আঙিনায়
সঙ্গিহীনতায়
আকাশের নীলে,
হৃদয়ের তুলিতে,
তোমায় এঁকে যাই
নীল বেদনায়
ও হৃদয়ের আলোয়
তাঁরার দ্বীপ জ্বেলে,
জেগে রয়েছি
তোমারি দু চোখে
যত দূরে রয়ে যাও,
আমারি হয়ে রও
তোমারি জগতে,
তোমারি হাসিতে
কত বৃষ্টি ঝরে যায়
হৃদয়ের আঙিনায়
সঙ্গিহীনতায়
Random Lyrics
- byron salas - te invito lyrics
- pil c - 7 hodín ráno lyrics
- pigeons playing ping pong - doc lyrics
- modestep - higher lyrics
- lane 37 - machine lyrics
- cyhi the prynce - amen (intro) lyrics
- tove lo - dont ask dont tell lyrics
- amenra - a solitary reign lyrics
- nella kharisma - welas rahasia lyrics
- novo amor feat. ed tullett - euphor lyrics