azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

abol tabol - corridor lyrics

Loading...

ফিকে হওয়া কালো কালি মনে পড়েনি তো আগে
চাপা পড়ে গেছে আজ সব নব কোন অনুরাগে
তাই পাতা ওল্টালে নস্টালজিয়া জাগে
তাই লেগে থাকে শুধু আবছায়া ঘোর
ফেলে আসা রুম আর ফাঁকা করিডোর

ফিকে হওয়া কালো কালি মনে পড়েনি তো আগে
তাই পাতা ওল্টালে নস্টালজিয়া জাগে

স্কুল ছিল, চুল ছিল, ছোট করে ছাঁটা
স্কুল ছিল, ভুল ছিল, নম্বর কাটা
স্কুল ছিল, গুল ছিল, মিথ্যে কত কথা
আজ তা+কি মনে লেগে আছে নাকি তোর?
যেভাবেই মনে আছে ফাঁকা করিডোর

ফিকে হওয়া কালো কালি মনে পড়েনি তো আগে
তাই পাতা ওল্টালে নস্টালজিয়া জাগে

চেপে পাশ ভয় ছিল ফেল করাতে
কিছুখন বাকি ছিল বেল পড়াতে
খাতা বেরোনোর আগে তেল মারাতে ছিল সুখ
পাশ করা নম্বর উঠে যেতো খুব জোর
কানমোলা আরশোলা, ভরে যেত করিডোর।

ফিকে হওয়া কালো কালি মনে পড়েনি তো আগে
তাই পাতা ওল্টালে নস্টালজিয়া জাগে
চায়ে ডোবে বিস্কুট, চলে যেত আলোচনা
নানাবিধ গালাগালি সবে সবে কানে শোনা
ব্যবহার করতে, দুরুদুরু দোনামোনা
কোনো এক সাহসী দিতে গিয়ে করিডোরে
পাশ দিয়ে শিক্ষিকা, খোকা যেতো ধরা পড়ে।

ফিকে হওয়া কালো কালি মনে পড়েনি তো আগে
তাই পাতা ওল্টালে নস্টালজিয়া জাগে

সেই খোকা নেই খোকা হয়ে গেছে ধেড়ে
তাই স্কুল কলেজ আর করিডোর ছেড়ে ।
সাত গুণে চব্বিশ কাজ গেছে তার বেড়ে ।
তাই লেগে থাকে শুধু আবছায়া ঘোর
ফেলে আসা রুম আর ফাঁকা করিডোর।



Random Lyrics

HOT LYRICS

Loading...