adverb (bangladesh) - ke tomake bashbe bhalo lyrics
Loading...
কে তোমাকে
রাখবে ধরে অধরে?
অমন করে কে তোমায়
বুঝতে জানে?
কে তোমার এই
আঁধারে জ্বালবে আলো?
অমন করে কে শেখায়
বাঁচার মানে?
আমার মতো কোথায় পাবে?
কে তোমাকে অমন করে বাসবে ভালো?
আমার মতো কোথায় পাবে?
কে তোমাকে অমন করে বাসবে ভালো?
কতশত চোখের জল
গাঁট বাঁধা অভিযোগ অনল
সরে যাক, যাক, ঝরে যাক বেসুরে
আগের মতন
অবিরত ব্যথার দল
খুঁজে ফেরে তোমায় অতল
সরে যাক, যাক, ঝরে যাক বেসুরে
আগের মতন
আর এভাবে কত অভিমানে যাবে পুড়ে?
আর এভাবে কত আমাকে রাখবে দূরে?
আর এভাবে কত অভিমানে যাবে পুড়ে?
আর এভাবে কত আমাকে রাখবে দূরে?
আমার মতো কোথায় পাবে?
কে তোমাকে অমন করে বাসবে ভালো?
আমার মতো কোথায় পাবে?
কে তোমাকে অমন করে বাসবে ভালো?
আমার মতো কোথায় পাবে?
কে তোমাকে বাসবে ভালো?
Random Lyrics
- shira yaacobi - human lyrics
- possy nett - бездомный бог (homeless god) lyrics
- king von - war outside (wayne story) lyrics
- lord xiv - tds lyrics
- vnknownartist - she love it!! lyrics
- school shooter - never coming down lyrics
- chpre, criptico - cavalli sul ghiaccio lyrics
- the new examples - my radio lyrics
- gérard presgurvic - le chant de l’alouette (version de 2010) lyrics
- show program - navijačka - tvoje ime je sloboda lyrics