agun - kannar rong lyrics
নিঃশ্চুপ চারিধার নিয়ে অবহেলায়
অসমাপ্ত চিঠিটায় কাটাকুটি খেলা
শ্যাওলা ধরা চিলেকোঠায় রাতের নিস্তব্ধতা
লিখতে বসে জীবনের শেষ অধ্যায়
তুমি আর কেঁদো না
যাচ্ছি চলে আমি অজানায়
জীবনের শেষ গানটা
গাইছি আমি কোন সুর ছাড়াই
তুমি আর কেঁদো না
সবাইতো চলে যায় আজ কিংবা কাল
তবুওতো সূর্য ওঠে হয় সকাল
এতো কিছুর পরেও তো জীবন চলে
হারানো ভালোবাসা স্মৃতি হয়ে থাকে
তুমি আর কেঁদো না
যাচ্ছি চলে আমি অজানায়
জীবনের শেষ গানটা
গাইছি আমি কোন সুর ছাড়াই
তুমি আর কেঁদো না
কোন একদিন হয়তো
ফিরে আসবো তোমার কাছে
সূর্য হয়ে উঠবো হয়তো ভোর সকালে
জোছনার পানে তাকিয়ে
ভেবো আমায় তুমি
আকাশ ভরা সন্ধ্যাতারা হয়ে জ্বলবো আমি
তুমি আর কেঁদো না
যাচ্ছি চলে আমি অজানায়
জীবনের শেষ গানটা
গাইছি আমি কোন সুর ছাড়াই
তুমি আর কেঁদো না…
আর কেঁদো না…
কেঁদো না…
vocal/b-ss-b-ssbaba
guitar/key/drums-jewel
solo-2: 30-2: 51
Random Lyrics
- 姫柊雪菜(cv:種田梨沙) - フォーチュンナンバー0405 lyrics
- s m salim - pantun budi lyrics
- deplick pomba nuance - hymne national lyrics
- yung elekid - high von dir lyrics
- mesajah - kiedy ciebie nie ma lyrics
- vegas jones - trankilo lyrics
- william clark green - final this time lyrics
- shaggydog - bersinarlah kembali lyrics
- rf hide - candylady freestyle lyrics
- genetikk - luzifer lyrics