
ahmed hasan sunny - pother pathor lyrics
Loading...
[verse 1]
বুকের ভেতর পাহাড় বাঁধো
পাখির পালক মনে
একটু না হয় পথ হারালে
নিজের প্রয়োজনে
[chorus]
যদি দুঃখ জমে চোখের কোণে
অশ্রু হয়েই ঝরো
বুকের মধ্যে স্বপ্নটাকে
শক্ত করে ধরো
বুকের মধ্যে স্বপ্নটাকে
শক্ত করে ধরো
[verse 2]
মানুষ বাঁচে আশার কাছে
আছে পুরোটা পথ খোলা
সকল পথের পাথর তুলে
নিজের পথে চলা
[chorus]
যদি দুঃখ জমে চোখের কোণে
অশ্রু হয়েই ঝরো
বুকের মধ্যে স্বপ্নটাকে
শক্ত করে ধরো
বুকের মধ্যে স্বপ্নটাকে
শক্ত করে ধরো
[instrumental]
[verse 3]
ভয় পেওনা বন্ধু তুমি
আগলে রাখো আলো
পৃথিবীর আঁধারে তোমার
মনের আগুন জ্বালো
ভয় পেওনা বন্ধু তুমি
আগলে রাখো আলো
পৃথিবীর আঁধারে তোমার
মনের আগুন জ্বালো
[chorus]
যদি দুঃখ জমে চোখের কোণে
অশ্রু হয়েই ঝরো
বুকের মধ্যে স্বপ্নটাকে
শক্ত করে ধরো
বুকের মধ্যে স্বপ্নটাকে
শক্ত করে ধরো
Random Lyrics
- istasha - akali - concussion lyrics
- nobigdyl. - lighter fluid lyrics
- sugar pit - customer service lyrics
- luan (mx) - mujer lyrics
- hold utca - szétesés lyrics
- r. missing - death in a constellation lyrics
- 天音かなた (amane kanata) - マフィア (mafia) lyrics
- the score - sing it loud lyrics
- daddy andre - osawalo lyrics
- slaney bay - move on lyrics