akhlima - kare dekhabo moner dukkho lyrics
কারে দেখাবো মনের দুঃখ গো আমার বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া
কারে দেখাবো মনের দুঃখ গো আমার বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া
ঘর বাঁধলাম প্রাণবন্ধুর সনে
কত কথা ছিলো মনে গো
ঘর বাঁধলাম প্রাণবন্ধুর সনে
কত কথা ছিলো মনে গো
ভাঙিলো আদরের জোড়া
ভাঙিলো আদরের জোড়া
কোনজন বাদী হইয়া গো
জ্বলে গইয়া গইয়া
কারে দেখাবো মনের দুঃখ গো আমার বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া
তার অনন্ত গাছ উখারিলাম
তারে পুত্র-শোকে গালি দিলাম গো
তার অনন্ত গাছ উখারিলাম
তারে পুত্র-শোকে গালি দিলাম গো
না জানি কোন অভিশাপে
না জানি কোন অভিশাপে
এমন গেলো হইয়া গো
জ্বলে গইয়া গইয়া
কারে দেখাবো মনের দুঃখ গো আমার বুক চিরিয়া
অন্তরে অনল জ্বলে, জ্বলে গইয়া গইয়া
কথা ছিল সঙ্গে নিবো
সঙ্গে আমায় নাহি নিলো গো
কথা ছিল সঙ্গে নিবো
সঙ্গে আমায় নাহি নিলো গো
রাধার মন ভবে রইলো
রাধার মন, রাধার মন ভবে রইলো
জিতে মরা হইয়া গো
জ্বলে গইয়া গইয়া
কারে দেখাবো মনের দুঃখ গো আমার বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া
ঘর বাঁধলাম প্রাণবন্ধুর সনে
কত কথা ছিলো মনে গো
ঘর বাঁধলাম প্রাণবন্ধুর সনে
কত কথা ছিলো মনে গো
ভাঙিলো আদরের জোড়া
ভাঙিলো আদরের জোড়া
কোনজন বাদী হইয়া গো
জ্বলে গইয়া গইয়া
কারে দেখাবো মনের দুঃখ গো আমার বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া
কারে দেখাবো মনের দুঃখ গো আমার বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া
Random Lyrics
- suicide silence - the scythe lyrics
- tyfromthefuturr - down to dirt lyrics
- ktcg - orange peel(demo) lyrics
- brandon oaks - crumble lyrics
- tops - witching hour lyrics
- rogerio skylab - a dança do corpo e dos membros lyrics
- a. r. rahman feat. hariharan, alka yagnik & mohammed aslam - ay hairathe lyrics
- ednaldo pereira - radialistas lyrics
- magdallan - end of the ages lyrics
- dylonbangss - we don't often ask for much lyrics