
aki chowa - hridoy khan lyrics lyrics
Loading...
এই পথের
বল শেষ কোথায়
বলবে কি আমায়
পাশাপাশি
এ ছুটে চলা
মুখে নেই ভাষা৷
আহা একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা৷
আহা একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা৷
সময়
ফুরিয়ে যায়
সিকি টুকুই থাকে
আবেগী সে মাখামাখি
বারে বারে পিছু ডাকে…
আহা একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা৷
আহা একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা৷
আর কখনো
পাবো কি তোমায়
দিন কাটে আশায়
কাছাকাছি
কি ছলা কলা
মনে জাগে আশা৷
আহা একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা ৷
আহা একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা ৷
একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা ৷
আহা একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা ৷
একি ছোঁয়া
শিহরণে
আহা একি ছোঁয়া
শিহরণে কাটে
baby i miss you(একি ছোঁয়া)
baby i love you(এ বেলা)
baby i miss you
baby i love you
baby i miss you(miss you)
Random Lyrics
- judge - ksiker & holyhoneyway lyrics lyrics
- mojada - los del fuego lyrics lyrics
- sinkhole - jakprogresso lyrics lyrics
- mais que vencedor - o canto das igrejas lyrics lyrics
- я хочу стать (i want to become) - alekset lyrics lyrics
- atrapado en el loop - por favor lyrics lyrics
- stand up and be loved - tony o'malley lyrics lyrics
- destroy the weekend - starhenesi lyrics lyrics
- так только любовь ранит (only love hurts like that) - 1501 lyrics lyrics
- breathe - enrichment lyrics lyrics