azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

alekha shatkahon - ahsan al miraj lyrics lyrics

Loading...

প্রতিম ধূসর ঢেউগুলো
নেমেছে কংক্রিট ছাই+শহরে।
হু হু করে লু হাওয়ার মুখে
পরেছে গল্প মুখ থুবড়ে।

তোর শূন্যতার অবগাহন।
কাঁচ ভেজা শহরের এক বিনা রঙ।
তুই আমার শূন্যের বাহন
মন কোণে বাজে অলেখা সাতকাহন।

সময়ের গল্প
অসময়ে ফুরোলো
শ্যাওলা ডুবো পুকুরে
ভিন্ন মানুষে
বদনের ফানুসে
বদলে যায় আহারে
ভেসে যায় সব স্মৃতি
পরে ধূসর আবরণ।

তোর শূন্যতার অবগাহন।
কাঁচ ভেজা শহরের এক বিনা রঙ।
তুই আমার শূন্যের বাহন
মন কোণে বাজে অলেখা সাতকাহন।



Random Lyrics

HOT LYRICS

Loading...