
alv33 - peya bipasha lyrics
[intro: sanzida mahmood nandita]
এবার চলবে আড্ডাবাজি
আজ পহেলা ফাল্গুন
আর বসন্তের এই প্রথম দিনে আমাদের সঙ্গী হয়েছেন
মডেল এবং অভিনেত্রী peya bipasha
[chorus: alv33]
তুমি কোথায় যাও?
কাকে চাও? আমায় ছেঁড়ে যেয়ো না
যদি ভালো চাও, থেকে যাও, কারোও দিকে চেয়ো না
আমি মানবো না যে তুমিও অন্য মেয়ের মতোই মেহমান
তুমি আমার হক, আমার সব আমার প্রেরণা
আমার কথাগুলো সুইয়ের মত করে please তোমার বুকে গেঁথো না
আমি করবো ওকে block, শত বারণ করার পরেও সে যেতো না
আমার মেয়েরা সব peya bipasha ওরা বিশ্বাস করে চেতনায়
তুমিও জানো অনেক ভালো করে যে এই প্রেমের সময় ছিলো seasonal
[verse 1: alv33]
অভিযোগগুলো সব লুকায় আমি তোমার কথা শুধু সেজদায় বলি
নিজের সপ্ন করব পুরন তাই তো আমি সারাদিন শুধু চেষ্টা করি
তোমায় হারাবো আমি কেন?
baby আমি আমার সাধ্যের ভেতর best টাই করি
সাপের মতোই আমি বিষধর তাই তো নিজেকেই এখন reptile বলি
transylvania’র মতো আমি সব ছেলেদের কে রাস্তায় ধরি
তেজগাঁও গেসি, অন্য মেয়েকে ভালোবাসতে চাই নাই আমি baby
শেষটাও বেঠিক, আমি তোমার মনের মতো হতে পারি নাই baby
ধারণা করি, হঠাৎ করে text পাইলে দিন ভালো যায় যদি
সন্ধান করি, তাও আমি পাই খুঁজে তোমার মনটা যদি
এখন তো gang, gang করি কম এটা আমার first time ছিলো show তে
আমি stage+এ যখন দাড়াই তোমার চাইতেও ভালো মেয়েদের দেখি গান গেতে
তোমায় পাইলে আমার অনেক কিছু হইতো miss,নাইলে আসতো late+এ
আমায় ছেড়ে আসা সব আগের বন্ধু গুলো knock করে এখন gate+এ
[bridge: alv33]
আমি তোমার জন্য লেখসি এতোগুলো কবিতা deserve করে medal
আমার মত করে তোমায় এতো সুন্দর করে কেউ ডাকবে না “baby”
আমি বন্ধু নিয়ে ঘুরি+ফিরি তারপরে cure করি depression
আমার প্রত্যেকটা গানে বলবো, “তুমি ছিলা আমার life+এর একটা lesson”
[chorus: alv33]
তুমি কোথায় যাও?
কাকে চাও? আমায় ছেঁড়ে যেয়ো না
যদি ভালো চাও, থেকে যাও, কারোও দিকে চেয়ো না
আমি মানবো না যে তুমিও অন্য মেয়ের মতোই মেহমান
তুমি আমার হক, আমার সব আমার প্রেরণা
আমার কথাগুলো সুইয়ের মত করে please তোমার বুকে গেঁথো না
আমি করবো ওকে block, শত বারণ করার পরেও সে যেতো না
আমার মেয়েরা সব peya bipasha ওরা বিশ্বাস করে চেতনায়
তুমিও জানো অনেক ভালো করে যে এই প্রেমের সময় ছিলো seasonal
[outro: peya bipasha, sanzida mahmood nandita]
আ+আমি life+এ আমি valentine day পালন করেছি একবারই (আচ্ছা!)
যখন ছোটবেলায় প্রেম করতাম তখনই
তারপরে ওরকম করে আর হয়নি
প্রথম প্রেমপত্র কবে পেয়েছিলেন?
class eight+এ থাকতে
আচ্ছা! কি লেখা ছিল সেখানে?
লেখা ছিল অনেক সুন্দর সুন্দর কথা আমি অনেক সুন্দর
আমাকে দেখলে অনেক ভালো লাগে like এই type+এর কথা
আমিও লিখে দিতাম tissue তে, tissue paper+এ লিখে
আচ্ছা, এরকম আদান+প্রদান হয়েছে অনেকবার?
হ্যাঁ, অনেক হয়েছে
এবং তারপর প্রেম হয়েছে
Random Lyrics
- astra zero - wasted tears -variant2 lyrics
- сны лавкрафта (lovecraft dreams) - корабли (ships) lyrics
- isa ibn wali - necropolis lyrics
- the fabulous downey brothers - worms lyrics
- 倖田來未 (kumi koda) - ピンク スパイダー (pink spider) lyrics
- мутант ъхвлам (mutant vhlam) - vaтки (vatki) lyrics
- sencere - loving u 2 hard lyrics
- layal - blueprint lyrics
- danya nozh - картина маслом (oil painting) lyrics
- ana belén - ébano real lyrics