alv33 - superstar lyrics
[chorus]
হ্যাঁ, আমি রাগ অনেক নিজের উপর
আমি রাগ অনেক নিজের উপর
আর একটা মেয়ে করলে মুখের উপর twerk, twerk
আমার লাগবে একটা moncler coat
দুনিয়াটা সাগর চালাই আমার boat
আমি এতটা tired যে চলে না আর ঠোঁট
আমি জানি না আজ কী করার প্রয়োজন!
আজ কী করার প্রয়োজন!
আজ কী করার প্রয়োজন!
আজ কী করার প্রয়োজন!
আজ কী করার প্রয়োজন!
আজ কী করার প্রয়োজন!
আজ কী করার প্রয়োজন!
আজ কী করার প্রয়োজন!
আজ কী করার প্রয়োজন!
[verse 1]
শত্রু’রা পিঁপড়া দাবায়া দেই দাবায়া দেই
আমার পকেটে lighter,addiction আছে তামাকের(তামাকের)
আমার drip অনেক hard life টা চলে তো জরিমানাতে
আমি বলসিলাম, “চলে আসো” বিশ্বাস করে নাই সে
ফিরে এসে তোমার লাভ কী?
করি পরিশ্রম আমার পকেটেতে রাখি আমি একটা napkin
আমি করি এতো বড় কাজ আমার বাবা জানে না যে, এই proud কী!
আমি পটায় ফেলি একটা goth টাইপের মেয়ে আমি হইলাম একটা tout kid
[verse 2]
হঠাৎ একদিন hit করি za
হই না আমি sad,থাকবো আমি high
আমি ঢাকা তে যাই টাকা দেয় lucifer
kultur3’র life lil uzi vert
বারান্দায় ঘুমাই পূর্ণিমা রাত
এই ছেলেরা kid আমি এদের বাপ
সপ্নতে দেখি সাবানার হাত
সপ্নতে দেখি আমি superstar
[pre+chorus]
আমি ছাড়তে তো পারবো তাকে,নাই আমার feelings
flashback এ যাই শরীর দেয় খালি ঝিলিক
সাথে এমন type ছেলে যাদের job হইলো k!lling
বুক থাপড়ায় বলি আমি ফাসায়া দিলি?
করলাম একটা show family হয় নাই proud
আমি এমনিতেই ঠিক আমার লাগবে না crowd
এখন সবাই j+paneese করে আমায় bow
confidence আছে,নিজেক করি না doubt
[chorus]
হ্যাঁ, আমি রাগ অনেক নিজের উপর
আমি রাগ অনেক নিজের উপর
আর একটা মেয়ে করলে মুখের উপর twerk, twerk
আমার লাগবে একটা moncler coat
দুনিয়াটা সাগর চালাই আমার boat
আমি এতটা tired যে চলে না আর ঠোঁট
আমি জানি না আজ কী করার প্রয়োজন!
আজ কী করার প্রয়োজন!
আজ কী করার প্রয়োজন!
আজ কী করার প্রয়োজন!
আজ কী করার প্রয়োজন!
আজ কী করার প্রয়োজন!
আজ কী করার প্রয়োজন!
আজ কী করার প্রয়োজন!
আজ কী করার প্রয়োজন!
Random Lyrics
- indigo (indie) - if i'm being honest lyrics
- spaceghostpurrp - veneno 9 lyrics
- azzi memo - gestört lyrics
- prime rayzee - всё реально (everything is real) lyrics
- karma (dance) - sprinter lyrics
- vv.johnda - disorder lyrics
- paloalto (usa) - too many questions lyrics
- gray connors - thalia street lyrics
- bnd - metode lyrics
- dinah shore & spike jones and his orchestra - how sweet you are lyrics