azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ami jani - shibu lyrics lyrics

Loading...

[part i]

[pre+chorus]
প্রিয়, মনে রেখো
প্রতি রাতে যেন
তোমারই ভুল কাঁদায় আমায়
স্বার্থ, মুছে দিবো
তবুও রাত্রি কেটে গেলো
তোমাকে না দিতে পারি ডাক

[chorus]
আমি জানি
কে ছোঁয় যে তোমায়
আমি জানি
ভুল সবই তোমার
আমি ভাবি
সে যে কোন দুনিয়ার
যে তোমাকে আমার থেকে ছিনিয়ে পালায়
আমি জানি
কে ছোঁয় যে তোমায়
আমি জানি
ভুল সবই তোমার
আমি ভাবি
সে যে কোন দুনিয়ার
যে তোমাকে আমার থেকে ছিনিয়ে পালায়
[post+chorus]
আমি জানি
এ তো কোনো ভালোবাসা না
আড়ালে আমাকে রেখে দিয়ে
তাকে দেখো না
যদি যাও, চলে যাও
তাকে কাছে রেখো না
হারিয়ে ফেলেছি মনের অনুভূতি, দেখো না

[pre+chorus]
প্রিয়, মনে রেখো
প্রতি রাতে যেন
তোমারই ভুল কাঁদায় আমায়
স্বার্থ, মুছে দিবো
তবুও রাত্রি কেটে গেলো
তোমাকে না দিতে পারি ডাক

[chorus]
আমি জানি
কে ছোঁয় যে তোমায়
আমি জানি
ভুল সবই তোমার
আমি ভাবি
সে যে কোন দুনিয়ার
যে তোমাকে আমার থেকে ছিনিয়ে পালায়
আমি জানি
কে ছোঁয় যে তোমায়
আমি জানি
ভুল সবই তোমার
আমি ভাবি
সে যে কোন দুনিয়ার
যে তোমাকে আমার থেকে ছিনিয়ে পালায়
আমি জানি
[part ii]

[pre+chorus]
কোনো contract ছাড়া কথা নাই
আমি চু+ না কোনো বড় ভাই
লিখি কাব্য কোনো কবি নই
আমি বিধাতার দিকে ঝুঁকে রই
লিখেছি শব্দ হাজার যেগুলো
সোনার চেয়েও দামী
কি করে বুঝাবো আর তোমায়

[chorus]
আমি জানি, আমি মানি
আমি বুঝি, আমি রাজি
তবু কেন আমার মনে হয়
চোখের আড়ালে দাও ফাঁকি
আমি জানি, আমি মানি
আমি বুঝি, আমি রাজি
তবু কেন আমার মনে হয়
চোখের আড়ালে দাও ফাঁকি



Random Lyrics

HOT LYRICS

Loading...