
amit kumar - ami chini go chini lyrics
Loading...
[chorus]
আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী
তুমি থাক সিন্ধুপারে
তুমি থাক সিন্ধুপারে
ওগো বিদেশিনী
ওগো বিদেশিনী
[verse 1]
দেখেছি শারদপ্রাতে তোমায়
দেখেছি মাধবী রাতে তোমায়
দেখেছি শারদপ্রাতে তোমায়
দেখেছি মাধবী রাতে তোমায়
দেখেছি হৃদি+মাঝারে
তোমায় দেখেছি হৃদি+মাঝারে
ওগো বিদেশিনী
[verse 2]
আমি আকাশে পাতিয়া কান
শুনেছি, শুনেছি তোমারি গান
আমি আকাশে পাতিয়া কান
শুনেছি, শুনেছি তোমারি গান
আমি তোমারে সঁপেছি প্রাণ
ওগো বিদেশিনী
আমি তোমারে সঁপেছি প্রাণ
ওগো বিদেশিনী
[verse 3]
ভুবন ভ্রমিয়া শেষে
আমি এসেছি নূতন দেশে
ভুবন ভ্রমিয়া শেষে
আমি এসেছি নূতন দেশে
আমি অতিথি তোমারি দ্বারে
আমি অতিথি তোমারি দ্বারে
ওগো বিদেশিনী
[outro]
ওগো বিদেশিনী
ওগো বিদেশিনী
ওগো বিদেশিনী
Random Lyrics
- hylidae - smoldering event lyrics
- hasiok - pieśń o rolandzie lyrics
- the cd smashers - pale beneath the tan (squeeze) lyrics
- icy subzero - killa killa lyrics
- elba (dnk) - remember me lyrics
- nutshell - thief in the night lyrics
- nuxx - done lyrics
- wtfmirro - over again lyrics
- sâhir a.k.a. order - keksta lyrics
- thatpaullo, thejoia & only the vandal - flashbang lyrics