anama jatri - chiro obadhyo (home demo) lyrics
[intro]
পাত্তা দেওয়া + দূরত্বে
আঁকড়ে রাখা + বাতিলে, আর
পরামর্শ + তালাবদ্ধ খিলে
[verse 1]
নিজেরই ভাবনা মানি না
তাহলে মেনে নেই ক্যামনে অন্যদের?
[pre+chorus]
আমি বেশ অমান্য
ও যতই অনর্থক
সে স্বঃবিচার অগ্র প্রাণ
[chorus]
আমি চির অবাধ্য
বাঁধিতে ক্লান্ত
+ প্রযত্নের মত
আমি চির অবাধ্য
আপন জনেও
+ পরের দৃষ্টান্ত
[verse 2]
এই আধমরা দম ভরে
থাকার চেয়ে যে মন খুলে, বাঁচি
যদি মরে যাই তাড়াতাড়িও বা
[verse 3]
বোধহীন, নিরাপত্তাহীন যারা
+ তারা কী অগোচর!
[bridge]
নালিশ করে + মোর সিদ্ধান্তে
তখন, তখন, তখন, তখন
+ ভেঙে মন পালানোর প্রতিপক্ষে
একনিষ্ঠ হয়ে প্রতিবাদ চালানো, ছাড়া
আর মার্গ যে মোটেও নেই
[chorus]
আমি চির অবাধ্য
বাঁধিতে ক্লান্ত
+ প্রযত্নের মত
আমি চির অবাধ্য
আপন জনেও
+ পরের দৃষ্টান্ত
[post+chorus]
আমি চির অবাধ্য
বাঁধিতে ক্লান্ত
+ প্রযত্নের মত
আমি চির অবাধ্য
আপন জনেও
+ পরের দৃষ্টান্ত
আমি চির অবাধ্য
আয়ুর পত্রিকায়
+ পাতাহীন বিষন্ন
[outro]
শুধু
শুধু যেন ক্ষতিহারা রয় ঘিরে
ফিরে চেয়ে রওয়া
দুরূহ
আনন্দলোকে।
Random Lyrics
- leisure hour - ivy tech lyrics
- beató - lime lyrics
- sdotnottz - remembering you lyrics
- jesse a. watson - break lyrics
- sleazyworld go - element lyrics
- william hut - too many lyrics
- 罗言 (rollflash) - myself lyrics
- نويل خرمان - desert rose - زهرة الصحراء - noel kharman lyrics
- cecilia de la cueva - popular (live) lyrics
- teenage dads - a day in the life of a no good pirate lyrics