![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
anila - gaibona lyrics
দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো (নিয়ে নিতে পারো)
লেখা কবিতা, গাওয়া গান যত
খুঁজে দেখ না, পাবে না কেউ আমার মত
মুছে দিও না শুধু হৃদয়-ও ক্ষত
(গাইবো না আর কোন গান তোমায় ছাড়া)
(লিখবো না আমি আর তুমি হীনা কবিতা)
গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
লিখবো না আমি আর তুমি হীনা কবিতা
দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো
লেখা কবিতা, গাওয়া গান যত
খুঁজে দেখ না, পাবে না কেউ আমার মত
মুছে দিও না শুধু হৃদয়-ও ক্ষত
(গাইবো না আর কোন গান তোমায় ছাড়া)
(লিখবো না আমি আর তুমি হীনা কবিতা)
গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
লিখবো না আমি আর তুমি হীনা কবিতা
নিজেকে আমি বুঝিনি কখনো
ছিলেনা যখন আস নি তখনও
এলে শেখালে, অজানা যা ছিল মন
আমার মাঝে আজ আমি আলোকিত
নিজেকে আমি বুঝিনি কখনো
ছিলেনা যখন আসনি তখনও
এলে শেখালে, অজানা যা ছিল মন
আমার মাঝে আজ আমি আলোকিত
(গাইবো না আর কোন গান তোমায় ছাড়া)
(লিখবো না আমি আর তুমি হীনা কবিতা)
গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
লিখবো না আমি আর তুমি হীনা কবিতা
গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
লিখবো না আমি আর তুমি হীনা কবিতা
গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
লিখবো না আমি আর তুমি হীনা কবিতা
(গাইবো না আর কোন গান তোমায় ছাড়া)
(লিখবো না আমি আর তুমি হীনা কবিতা)
(গাইবো না আর কোন গান তোমায় ছাড়া)
(লিখবো না আমি আর তুমি হীনা কবিতা)
(গাইবো না আর কোন গান তোমায় ছাড়া)
(লিখবো না আমি আর তুমি হীনা কবিতা)
Random Lyrics
- simmy (ca) - act a fool lyrics
- нкч (nkch) - дзен (dzen) lyrics
- breakup - be with you lyrics
- organismen - kom hit lyrics
- st (sto iz sta) - сам не свой (sam ne svoi) lyrics
- imminence - up lyrics
- rontii - on the come up lyrics
- karetta el gucci - la verdadera grasa lyrics
- beast in black - eternal fire lyrics
- panda eyes - colorblind lyrics