anima d. kosta - chupi chupi bolo keo jene jabe lyrics
Loading...
চুপি চুপি বল কেউ জেনে যাবে
জেনে যাবে কেউ জেনে যাবে
ভয় করি না যেন কোন কিছু
যদি তুমি আমি রই একসাথে
যে যাই বলুক তুমি যে আমার
প্রেম করেছি ভয় কি গো তোমার
কেউ দেখবে যে
ক্ষতি কি তাতে
কেউ জানবে যে
জানে জানবে সে
না হয় ঘুম রবে না আঁখিপাতে
যদি তুমি আমি রই একসাথে
কথা নয় গো চোখে চোখে বল
নইলে হবে সব এলোমেলো
অবুঝ মনা
কিছু বোঝ না
কথা মানো না
রাখো ছলনা
আবার হবে দেখা কাল রাতে
যদি তুমি আমি রই একসাথে…
Random Lyrics
- mansa - red button lyrics
- frank wildhorn - board of governors lyrics
- sik world - dragon ball z lyrics
- coma_cose - golgota lyrics
- ranking tiger - come back to me lyrics
- smino - lobby kall lyrics
- coolboifre$h - ancient villain lyrics
- vilkates - wings of darkness lyrics
- am pm (aaron mack) - diary of a fuck nigga lyrics
- cobhams asuquo - let your kingdom come lyrics