
anindita & sanatan - mor priya hobe eso rani lyrics
Loading...
মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল ।
মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল ।
কর্ণে দোলাব তৃতীয়া তিথির,
চৈতী চাঁদের দুল ।
কন্ঠে তোমার পরাবো বালিকা,
হংস-সারির দুলানো মালিকা ।
বিজলী জরীণ ফিতায় বাঁধিব,
মেঘ রং এলো চুল ।
জ্যোছনার সাথে চন্দন দিয়ে
মাখাব তোমার গায়,
রামধনু হতে লাল রং ছানি,
আলতা পরাব পায় ।
আমার গানের সাত-সুর দিয়া,
তোমার বাসর রচিব প্রিয়া ।
তোমারে ঘেরিয়া গাহিবে
আমার,
কবিতার বুলবুল ।।
Random Lyrics
- shannon and the clams - king of the sea lyrics
- bobby bazini - where the sun shines lyrics
- principality of hell - strike of the beast lyrics
- yemi alade & mi casa - get through this lyrics
- martin - kill him with kindness lyrics
- finley - anarchy in the uk lyrics
- rhyme selektah - criminus lyrics
- bacondo - trolls lyrics
- orquesta candela - parranda caballo viejo lyrics
- young thug & 21 savage - petty* lyrics