anjan dutt feat. somlata acharyya chowdhury - brishti lyrics
আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি,
আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি।
আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামে নি,
শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি।
আমি বৃষ্টি দেখেছি…
চারটে দেয়াল মানেই নয়তো ঘর,
নিজের ঘরেও অনেক মানুষ পর।
কখন কিসের টানে মানুষ পায় খুঁজে বাঁচার মানে,
ঝাপসা চোখে দেখা এই শহর …
আমি অনেক ভেঙেচুরে, আবার শুরু করেছি,
আবার পাওয়ার আশায় ঘুরে মরেছি।
আমি অনেক হেরে গিয়েও হারটা স্বীকার করিনি,
শুধু তোমায় হারাবো আমি স্বপ্নেও ভাবিনি।
আমি বৃষ্টি দেখেছি…
হারিয়ে গেছে তরতাজা সময়,
হারিয়ে যেতে করেনি আমার ভয়।
কখন কিসের টানে মানুষ পায় খুঁজে বাঁচার মানে,
ঝাপসা চোখে দেখা এই শহর …
আমি অনেক স্রোতে বয়ে গিয়ে, অনেক ঠকেছি,
আমি আগুন থেকে ঠেকে শিখে, অনেক পুড়েছি।
আমি অনেক কষ্টে অনেক কিছুই দিতে শিখেছি,
শুধু তোমায় বিদায় দিতে হবে, স্বপ্নেও ভাবিনি।
আমি বৃষ্টি দেখেছি।
আমি বৃষ্টি দেখেছি।
Random Lyrics
- super quinteto - daria lyrics
- derai - gagal melupakan mu lyrics
- ella mai - lay up lyrics
- young thug - geeked up lyrics
- fiend - fast lane lyrics
- clarence "frogman" henry - (i don't know why) but i do lyrics
- xochitl mejia - de niña a mujer lyrics
- mc guimê - viva la vida (participação especial tropkillaz) lyrics
- ella fitzgerald - summertime lyrics
- advance base - the sister you never had lyrics