anjan dutt - 2441139 lyrics
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো?
এখন আর কেউ আটকাতে পারবেনা
সম্বন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পারো
মা কে বলে দাও বিয়ে তুমি করছো না
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো?
এখন আর কেউ আটকাতে পারবেনা
সম্বন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পারো
মা কে বলে দাও বিয়ে তুমি করছো না
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি
আর মাত্র কয়েকটা মাস ব্যাস!
starting এই ওরা ১১০০ দেবে তিন মাস পরে confirm
চুপ করে কেন বেলা কিছু বলছো না?
এটা কি 2441139?
বেলা বোস তুমি পারছো কি শুনতে?
১০-১২ বার wrong number পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
h-llo! 2441139
দিন না ডেকে বেলাকে একটিবার
meter যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের
জরুরি খুব জরুরি দরকার
স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি
এতদিন ধরে এত অপেক্ষা
রাস্তার কত সস্তা হোটেলে
বদ্ধ ক্যাবিনে বন্দী দুজনে
রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা!
স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি
এতদিন ধরে এত অপেক্ষা
রাস্তার কত সস্তা হোটেলে
বদ্ধ ক্যাবিনে বন্দী দুজনে
রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা!
আর কিছু দিন তারপর বেলা মুক্তি
কসবার ঐ নীল দেয়ালের ঘর
সাদা-কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে
তোমার আমার লাল-নীল সংসার
এটা কি 2441139?
বেলা বোস তুমি পারছো কি শুনতে?
১০-১২ বার wrong number পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
h-llo! 2441139
দিন না ডেকে বেলাকে একটিবার
meter যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের
জরুরি খুব জরুরি দরকার
চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছো?
চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি!
কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে
h-llo, তুমি শুনতে পাচ্ছো কি?
চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছো?
চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি!
কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে
h-llo, তুমি শুনতে পাচ্ছো কি?
এটা কি 2441139?
বেলা বোস তুমি পারছো কি শুনতে?
১০-১২ বার wrong number পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
h-llo! 2441139
দিন না ডেকে বেলাকে একটিবার
meter যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের
জরুরি খুব জরুরি দরকার
h-llo! 2441139
2441139 ধুর ছাই!
2441139
h-llo! 2441139
h-llo! 2441139
2441139
Random Lyrics
- diego e sulamita - o fim de todas as coisas lyrics
- mulher filé - príncipe encantado lyrics
- dargen d'amico - mi piacciono le donne lyrics
- brick - by the moonlight lyrics
- natalie billini - por el amor lyrics
- eddie money - club michelle lyrics
- late night alumni - no or yes lyrics
- coral renovation - te amo oh senhor lyrics
- white wives - spinning wheels lyrics
- zyb bom - déda lyrics