anjan dutt - ata ki 2441139 lyrics
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো
এখন আর কেউ আটকাতে পারবে না
সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো
মা-কে বলে দাও বিয়ে তুমি করছো না
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো
এখন আর কেউ আটকাতে পারবে না
সম্বন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পারো
মা-কে বলে দাও বিয়ে তুমি করছো না
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি
আর মাত্র কয়েকটা মাস ব্যস
starting-য়েই ওরা ১১০০ দেবে তিন মাস পরে confirm
চুপ করে কেন বেলা কিছু বলছো না
এটা কি 2441139?
বেলা বোস তুমি পারছো কি শুনতে
১০-১২ বার wrong number পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
h-llo! 2441139
দিন না ডেকে বেলাকে একটিবার
meter যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের
জরুরি খুব জরুরি দরকার
স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি
এতদিন ধরে এত অপেক্ষা
রাস্তার কত সস্তা হোটেলে
বদ্ধ ক্যাবিনে বন্দী দুজনে
রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা
স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি
এতদিন ধরে এত অপেক্ষা
রাস্তার কত সস্তা হোটেলে
বদ্ধ ক্যাবিনে বন্দী দুজনে
রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা
আর কিছু দিন তারপর বেলা মুক্তি
কসবার ঐ নীল দেয়ালের ঘর
সাদা-কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে
তোমার আমার লাল-নীল সংসার
এটা কি 2441139?
বেলা বোস তুমি পারছো কি শুনতে
১০-১২ বার wrong number পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
h-llo! 2441139
দিন না দেকে বেলাকে একটিবার
meter যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের
জরুরি খুব জরুরি দরকার
চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছো
চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি
কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে
h-llo, তুমি শুনতে পাচ্ছো কি
চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছো
চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি
কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে
h-llo, তুমি শুনতে পাচ্ছো কি
এটা কি 2441139?
বেলা বোস তুমি পারছো কি শুনতে
১০-১২ বার wrong number পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
h-llo! 2441139
দিন না ডেকে বেলাকে একটিবার
meter যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের
জরুরি খুব জরুরি দরকার
h-llo! 2441139
2441139 ধুর ছাই
2441139
h-llo! 2441139
h-llo! 2441139
2441139
Random Lyrics
- capstan (post-hardcore) - we’ll always have paris lyrics
- boef - allang al niet meer lyrics
- youngod lvx - swat lyrics
- lil vidi - ok shorty remix lyrics
- stallum - multiple times lyrics
- flatturn - останови меня (stop me) lyrics
- bobby gore - medayeen lyrics
- the mountain goats - summer lyrics
- patee gee - ufo lyrics
- rockleesmile - ambitiously preoccupied lyrics