anjan dutt - kaal theke thik manush habo lyrics
আজকে তুমি শুনেছ কি রাতের বাংলা খবর
কাল সকালে বৃষ্টি হবে ভিজবে সারা শহর
ভিজবে শহর দালানকোঠা ভিজবে তোমার বাড়ি
জানলা দুটো খুলে রেখ ভাঙাবো কাল আড়ি
বৃষ্টি তোমার ভীষন প্রিয়, প্রিয় মাটির ঘ্রান
পর জন্মে দুটোই হবো দুটোই তোমার প্রাণ
অভিমানকে এবার না হয় দিলে কবর চাপা
ধরলে মাথা কথা শুনে খেয়ে নিও নাপা
বলছি সরি আর হবে না করছি মাথা নত
কাল থেকে ঠিক মানুষ হবো তোমার কথা মতো।
কাল থেকে ঠিক মানুষ হবো তোমার কথা মতো।
কাল থেকে ঠিক মানুষ হবো তোমার কথা মতো।
কাল থেকে ঠিক মানুষ হবো
কাল থেকে ঠিক মানুষ হবো
কাল থেকে ঠিক মানুষ হবো
তোমার কথা মতো।
জানি তুমি সুযোগ পেলেই আকাশটাকে দেখ
এবার তবে আকাশ হবো খাতায় লিখে রেখ
কাল বিকেলে বৃষ্টি শেষে চুমুক দিয়ে কাপে
আকাশটাকে সঙ্গি করো তোমার চোখের মাপে
বলতে যদি রাতের খবর মনের জলবায়ু
এক মুহুর্তে কমিয়ে দিতাম অভিমানের আয়ু
দাওনা বলে রাগ কি তোমার আমার চেয়ে বড়
এমন রাগে ভয় পাবে তো পথের কুটো খড়ও
বলছি সরি আর হবে না করছি মাথা নত
কাল থেকে ঠিক মানুষ হবো তোমার কথা মতো।
কাল থেকে ঠিক মানুষ হবো তোমার কথা মতো।
কাল থেকে ঠিক মানুষ হবো তোমার কথা মতো।
কাল থেকে ঠিক মানুষ হবো
কাল থেকে ঠিক মানুষ হবো
কাল থেকে ঠিক মানুষ হবো
তোমার কথা মতো।
Random Lyrics
- tinashe - can't help myself lyrics
- b.slade - what we do lyrics
- alisa turner - safe lyrics
- read southall - keystone clan lyrics
- sob x rbe - the man now lyrics
- almighty - loko lyrics
- nakala - how can you lyrics
- lewis capaldi feat. jessie reyez - rush lyrics
- 李志 - red balloon (红色气球) lyrics
- house of say - know it lyrics