anjan mukherjee - aakash bhora surjo taara lyrics
Loading...
আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ,
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
অসীম কালের যে হিল্লোলে
জোয়ার-ভাঁটায় ভুবন দোলে
নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে,
ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে,
ছড়িয়ে আছে আনন্দেরই দান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ।
কান পেতেছি, চোখ মেলেছি,
ধরার বুকে প্রাণ ঢেলেছি,
জানার মাঝে অজানারে করেছি সন্ধান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
Random Lyrics
- berner - slow down lyrics
- tyler carter + josh manuel - gotta catch 'em all lyrics
- andreas bjørsvik - faraway dream lyrics
- m:a.ture - squall lyrics
- sunshine superstars - leaving on a jet plane lyrics
- kartel rimes - prisonnier de mes actes lyrics
- torné - friendly reminder (down the drain) lyrics
- 豊崎 愛生 - 恋するラヴレター lyrics
- şehreküstü - gel dokun lyrics
- ソンモ - hello&goodbye lyrics