ankur mahamud - chader alo lyrics
তোমার মনের ভেতর দিকে একটু জায়গা রেখো
তোমার চোখের আদর মেখে আমায় তুমি দেখো
তোমার মনের ভেতর দিকে একটু জায়গা রেখো
তোমার চোখের আদর মেখে আমায় তুমি দেখো
আকাশ হতে চাইলে শুধু ছুঁয়ে দেখো আমাকে
রং বেরঙের ইচ্ছেগুলো দেখো ভাসছে মেঘের ভাজে
কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল
তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো
কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল
তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো
চিলেকোঠার জানালায় বসে আছো কেন বলতো
মিছে আশার খেলাঘর কেন বাধছো বলতো
চিলেকোঠার জানালায় কেন বসে আছো বলতো
মিছে আশার খেলাঘর কেন বাধছো বলতো
অলস দুপুর সন্ধ্যে বেলা আমায় তুমি দেখো
ইচ্ছে করে দুষ্টমিটা চোখের কোণে রেখো
কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল
তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো
কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল
তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো
তোমার মনের ভেতর দিকে একটু জায়গা রেখো
তোমার চোখের আদর মেখে আমায় তুমি দেখো
তোমার মনের ভেতর দিকে একটু জায়গা রেখো
তোমার চোখের আদর মেখে আমায় তুমি দেখো
আকাশ হতে চাইলে শুধু ছুঁয়ে দেখো আমাকে
রং বেরঙের ইচ্ছেগুলো দেখো ভাসছে মেঘের ভাজে
কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল
তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো
কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল
তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো
Random Lyrics
- udit narayan - kahe ka chudi hamar kahe ka kanganwa lyrics
- arsha - lagu chabu lyrics
- young mic - friends lyrics
- poppy - bleach blonde baby lyrics
- neffex - soldier lyrics
- siamese - the promise lyrics
- nicky astria - janji lyrics
- dedicación - bida lyrics
- bernard lavilliers - bon pour la casse lyrics
- colin roach - miss goodie goodie lyrics