
anupam pal - adhek ghume nayan chume lyrics
Loading...
আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়।
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়॥
বনের ছায়া মনের সাথি, বাসনা নাহি কিছু-
পথের ধারে আসন পাতি, না চাহি ফিরে পিছু-
বেণুর পাতা মিশায় গাথা নীরব ভাবনায়॥
মেঘের খেলা গগনতটে অলস লিপি-লিখা,
সুদূর কোন্ স্মরণপটে জাগিল মরীচিকা।
চৈত্রদিনে তপ্ত বেলা তৃণ-আঁচল পেতে
শূন্যতলে গন্ধ-ভেলা ভাসায় বাতাসেতে-
কপোত ডাকে মধুকশাখে বিজন বেদনায়॥
Random Lyrics
- eleven past one - give you all of my lovin' lyrics
- barnali biswas shanta - aha aji e basante lyrics
- seventeen - boom boom lyrics
- stacey q - i doubt if it does to you lyrics
- sam - wach auf lyrics
- anthony kavanagh - la légende du bout du monde" lyrics
- the funeral portrait - wax romantic lyrics
- evita - my heart belongs to me lyrics
- bian gindas - yang penting hepi lyrics
- trevor hall - mama and papa lyrics