azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

anupam ray & subhamita - bhalobasi bhalobasi lyrics

Loading...

ভালোবাসি ভালোবাসি।
দিবস রজনী তোমায়
দুচোখে রেখে যে খুঁজে বেড়াই।

ভালোবাসি ভালোবাসি।

দিবস রজনী তোমায়
দুচোখে রেখে যে বেড়াই।
ভালোবাসি ভালোবাসি।

অকারণে ডাকা
লুকিয়ে তোমাকে দেখা।

উদাসী এ মনে
ও লাজুক নয়নে
স্বপ্নে ভেসে যাই
দুচোখে রেখে যে খুঁজে বেড়াই
ভালোবাসি ভালোবাসি।

পাশাপাশি চলা
চুপ কথা কিছু বলা
হৃদয়ের বাঁধনে
এ প্রথম ফাগুনে
কি কথা রেখে যাই
দুচোখে রেখে যে খুঁজে বেড়াই
ভালোবাসি ভালোবাসি।

দিবস রজনী তোমায়
দুচোখে রেখে যে খুঁজে বেড়াই
ভালোবাসি ভালোবাসি।

ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি…।



Random Lyrics

HOT LYRICS

Loading...