anupam roy - amake amar moto lyrics
আমাকে আমার মত থাকতে দাও
আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি
আমাকে আমার মত থাকতে দাও
আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি
যেটা ছিলোনা ছিলোনা সেটা না পাওয়াই থাক
সব পেলে নষ্ট জীবন
তোমার এই দুনিয়ার ঝাপসা আলোর
কিছু সন্ধ্যের গুড়ো হওয়া কাচের মত
যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও
দূরবীণে চোখ রাখবো না-না-না
না-না-না-না, না-না-না-না
এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাইনা আর তার
কোনো রাত-দূপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পাড় খোঁজার
কখনো আকাশ বেয়ে চুপ করে
যদি নেমে আসে ভালবাসা খুব ভোরে
চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুঁজোনা আমায়
আশেপাশে আমি আর নেই
আমার জন্য আলো জ্বেলনা কেউ
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ
এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি
শেষ ট্রেনে ঘরে ফিরবো না-না-না
না-না-না-না, না-না-না-না
এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাইনা আর তার
কোনো রাত-দূপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পাড় খোঁজার
না… না-না-না-না না, না-না-না-না না, না-না-না-না
না… না-না-না-না না, না-না-না-না না, না-না-না-না
তোমার রক্তে আছে স্বপ্ন যত
তাঁরা ছুটছে রাত্রি-দিন নিজের মত
কখনো সময় পেলে একটু ভেবো
আঙুলের ফাঁকে আমি কই!
হিসেবের ভিড়ে আমি চাইনা ছুঁতে
যত শুকনো পেয়াজ কলি ফ্রিজের শীতে
আমি ওবেলার ডাল-ভাতে ফুরিয়ে গেছি
গেলাসের জলে ভাসবো না-না-না
না-না-না-না, না-না-না-না
এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাইনা আর তার
কোনো রাত-দূপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পাড় খোঁজার
না… না-না-না-না না, না-না-না-না না, না-না-না-না
না… না-না-না-না না, না-না-না-না না, না-না-না-না
না… না-না-না-না না, না-না-না-না না, না-না-না-না
Random Lyrics
- revelle - das ungeklärte lyrics
- leiahdorus - childhood's end lyrics
- heavy load - the guitar is my sword lyrics
- middle class - out of my hands lyrics
- captive grand - sweet swisher lyrics
- the commitments - mustang sally lyrics
- pulse of humanity - emblem lyrics
- zeven - bye freestyle. lyrics
- bromander - sida vid sida lyrics
- lansdowne - conquer them all lyrics