anupam roy - anker khata lyrics
Loading...
cartesian coordinate এ আমরা free
তুমি four comma zero, আমি zero comma three
আমাদের slope negative খানিক
তফাৎটা মেপে মেপে মেপে মাত্র পাঁচ unit
পালিয়ে যেও না abscissa ধরে
আমিও আসছি নেমে জোর করে
পালিয়ে যেও না abscissa ধরে
আমিও আসছি নেমে জোর করে
তবে দেখা হোক origin এ
নেবো তোমাকে ঠিক চিনে
অঙ্কের খাতা ভরে যাক
অঙ্কের খাতা ভরে যাক
অঙ্কের খাতা ভরে যাক না
orthogonal এই জীবন অর্থহীন
ঘুরে ঘুরে (ঘুরে ঘুরে) circle টাও উদাসীন
parabola দু হাত বাড়িয়ে পথ ভোলা
থাক বিছানাতে দাস-মুখার্জি খোলা
ও পালিয়ে যেও না abscissa ধরে
আর আমিও আসছি নেমে জোর করে
তবে দেখা হোক origin এ
নেব তোমাকে ঠিক চিনে
অঙ্কের খাতা ভরে যাক
অঙ্কের খাতা ভরে যাক
অঙ্কের খাতা ভরে যাক না
Random Lyrics
- d.m.k. (albania) - d.m.k. - dua diell lyrics
- lil yoru - society is ugly lyrics
- the wildhearts - bi-polar baby lyrics
- me$age - kammerflimmern lyrics
- doktor kosmos - familjefrågan lyrics
- fenrir - the wanderer lyrics
- a fine frenzy - it's alive lyrics
- ayy srie - tak ingin dua kali lyrics
- wjsn - ww lyrics
- clifford t. ward - there's no such thing lyrics