anupam roy - basanto eshe geche (male version) lyrics
বাতাসে বহিছে প্রেম
নয়নে লাগিলো নেশা
কারা যে ডাকিলো পিছে
বসন্ত এসে গেছে
মধুর আমৃতবানী বেলা গেলো সহজেই
মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলি মাখা চরনে
মাথা নত করে রব
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
গগনের নভোনীলে মনেরও গোপনে
বাজে ঐ, বাজে ঐ , বাজে ঐ
পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে
বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে
কুহু কুহু শোনা যায়
কোকিলের কুহু তান
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
পূর্ণিমা রাতে ঐ ছোটাছুটি করে কারা
দখিনা পবনে দোলে বসন্ত এসে গেছে
কেমনে গাঁথিব মালা কেমনে বাজিবে বেনু
আবেগে কাঁপিছে আঁখি বসন্ত এসে গেছে।
থাক তব ভুবনের ধুলি মাখা চরনে
মাথা নত করে রব
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
এই বসন্তে অনেক জন্ম আগে
তোমায় প্রথম দেখেছিলাম আমি
হেঁটেছিলাম নিরুদ্দেশের পানে
সেই বসন্ত এখন ভীষণ দামি
আমার কাছে, তোমার কাছে
আমার কাছে, বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলি মাখা চরনে
মাথা নত করে রব
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে
Random Lyrics
- cochise - halo lyrics
- duzz - veste prada lyrics
- omeg@ redd - pink fur pimpin lyrics
- boy jr. - a hit pop song from 2016 lyrics
- my diligent future - your fire lyrics
- donny lee - got me this far lyrics
- kiboko - ruka lyrics
- rakyn - só uma música lyrics
- iconic - fast as you can lyrics
- frith hilton - beat me down lyrics