anupam roy - rondhre rondhre paap (from "shah jahan regency") lyrics
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে বিষের মত
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে সাপের মত
তোমার আকাশ ভরা ধোঁয়া
তুমি পালাবে আর কত?
(তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ ঢুকে গেছে বিষের মত)
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে সাপের মত
তোমার আকাশ ভরা ধোঁয়া
তুমি পালাবে আর কত?
ব্রহ্মানন্দের মন্ত্র মানো না
ব্রহ্মানন্দের মন্ত্র মানো না
দেবানন্দের চিত্র দেখো না
গেলাসে, পাত্রে, টেবিলে, বোতলে
নেশা মাখছো প্রত্যেক আঙুলে
গা গা মা মা ধা ধা মা মা
গা গা মা মা ধা ধা মা মা
গা গা মা মা ধা ধা মা মা নি
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে বিষের মতো
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে সাপের মত
তোমার আকাশ ভরা ধোঁয়া
তুমি পালাবে আর কত?
বান্ধবীদের মন তো জানো না
বান্ধবীদের মন তো জানো না
চন্দ্রবিন্দুর গানও শোনো না
মেডিক্যাল বিলে করছো জালি
বাবার মুখে লেপছো কালি
গা গা মা মা ধা ধা মা মা
গা গা মা মা ধা ধা মা মা
গা গা মা মা ধা ধা মা মা নি
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে বিষের মতো
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে সাপের মত
তোমার আকাশ ভরা ধোঁয়া
তুমি পালাবে আর কত?
Random Lyrics
- 88glam - cake lyrics
- xuxa - tô de bem com a vida lyrics
- yung frendi - oasis lyrics
- marisa monte - maraca lyrics
- landon cube feat. lil skies - 17 lyrics
- fairy goat - underwater lyrics
- jota quest - você precisa de alguém (part. falcão) lyrics
- roddy woomble - floating on a river lyrics
- jaden smith - again lyrics
- glee - a thousand years lyrics