anupam roy - tai soi lyrics
হয়তো রাখা আছে সিঁড়ির নিচে রসাতল
নয়তো পেয়ে যাবো তোমার আঁচল ধোয়া জল
হয়তো রাখা আছে সিঁড়ির নিচে রসাতল
নয়তো পেয়ে যাবো তোমার আঁচল ধোয়া জল
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
আঁনাচে কাঁনাচে এখনো তোমার গন্ধ
তার শোনে ফাঁকা কাটেনি এখনো ছন্দ
থেকে গেলাম না হেরে গেলাম
যেনো reality show
ও, তোমার আমার এই জাদুঘরে
পরে প্রেমের জীবাশ্ম
ও-হো-হো
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
শহরে বাজারে শতকে হাজারে শূন্য
জমা কথার ভারে মনে মনে অল্প ক্ষুণ্ণ
থেকে গেলাম না হেরে গেলাম
যেনো reality show
ও, তোমার আমার এই জাদুঘরে
পরে প্রেমের জীবাশ্ম
ও-হো-হো
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
হয়তো রাখা আছে সিঁড়ির নিচে রসাতল
নয়তো পেয়ে যাবো তোমার আঁচল ধোয়া জল
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
তাই সই, তাই সই, তাই সই
তাই সই
Random Lyrics
- sarah cracknell - goldie lyrics
- shannon & the clams - baby don't do it lyrics
- candlelight cassia - i stayed home and i am glad! lyrics
- since the flood - guardian angel lyrics
- manolo rodriguez - no me contesta lyrics
- gretchen (rock) - waste lyrics
- poison girls - no more lies lyrics
- cris dinero - misunderstood lyrics
- farufyno - do lado direito da rua direita lyrics
- yoru - la cura lyrics