anusheh anadil - tomar ghorey lyrics
তোমার ঘরে বাস করে কারা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানোনা?
তোমার ঘরে বসত করে কয় জনা?
তোমার ঘরে বাস করে কারা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা?
একজনে ছবি আঁকে এক মনে, ও মন
আরেকজনে বসে বসে রং মাখে (ও মন)
একজনে ছবি আঁকে এক মনে, ও মন
আরেকজনে বসে বসে রং মাখে
ও আবার সেই ছবিখান নষ্ট করে কোন জনা, কোন জনা?
তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা?
তোমার ঘরে বাস করে কারা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা?
একজনে সুর তোলে একতারে, ও মন
আরেকজনে মন্দিরাতে তাল তোলে (ও মন)
একজনে সুর তোলে একতারে, ও মন
আরেকজনে মন্দিরাতে তাল তোলে
ও আবার বেসুরা সুর ধরে দেখো কোন জনা, কোন জনা?
তোমার ঘরে বসত করে কয় জনা,ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা?
তোমার ঘরে বাস করে কারা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা?
রস খাইয়া হইয়া মাতাল
ঐ দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম
রস খাইয়া হইয়া মাতাল
ঐ দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম
সে লাগামখানা ধরে দেখো কোন জনা কোন জনা?
সে লাগামখানা ধরে দেখো কোন জনা কোন জনা?
তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা?
তোমার ঘরে বাস করে কারা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো? না
তোমার ঘরে বসত করে কয় জনা?
(তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো না?)
(তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো না?)
তোমার ঘরে বাস করে কারা, ও মন(তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো না?)
তোমার ঘরে বাস করে কারা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা?
তোমার ঘরে বসত করে কয় জনা, ও মন জানো না?
তোমার ঘরে বসত করে কয় জনা?
Random Lyrics
- скрэт (scrat) - обсудим за столом (let's discuss at the table) lyrics
- tunde mcr - back 2 back lyrics
- ll junior - az én utam lyrics
- nono la grinta - reste en chien lyrics
- aleksandr diesel - casio lyrics
- shauharty - jnapith lyrics
- arleta (cz) - dreamlife lyrics
- junshi - onsen shield dreaming lyrics
- 1919 - stop the world lyrics
- seasons 4.5 - making no sense lyrics