apu - mon bhalo nei lyrics
Loading...
মন ভালো নেই, বলনা কিছুতেই।
তবু বুঝে নেবে? কে আছে?
দেখো কেউ কাছে নেই,
তবু তুমি এগুবে।
ভাঙ্গা পথ- সাথী কে হবে?
যদি কখনো আমায়, মনে পড়ে যায়।
খোল দুয়ার আকাশে, আমি তারাময়।
যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়,
সাগর হয়ে আজ জড়াবো তোমায়।
কে বল কে দেখাবে পথ তোমাকে,
যদি যাও হারিয়ে এ শহরে,
যদি কখনো আমায় মনে পড়ে যায়,
খোল দুয়ার আকাশে, আমি তারাময়।
sashahed
হাওয়াতে এলো চুল মুখে এসে পড়ে,
যদি না থাকি তা কে সরাবে,
যদি কখনো আমায় মনে পড়ে যায়,
খোল দুয়ার আকাশে আমি তারাময়।
যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়,
সাগর হয়ে আজ জড়াবো তোমায়।
Random Lyrics
- young and heartless - the pull of gravity lyrics
- jetty bones - lumos lyrics
- madkid - faded away lyrics
- jimmy witherspoon - every day i have the blues lyrics
- young and heartless - exit lyrics
- maurice moore - just 2 lyrics
- matrang - иди lyrics
- quinn xcii - life must go on lyrics
- bold - torgon medremj lyrics
- young and heartless - noisecreep lyrics