ar-k - nijhum raat lyrics
Loading...
নিঝুম রাত
জেগে আছে কিছু কিছু তারা
আজ মুখোমুখি দু’জনা পাগল পাড়া
নিঝুম রাত
জেগে আছে কিছু কিছু তারা
আজ মুখোমুখি দু’জনা পাগল পাড়া
নিঝুম রাত
নেই তো চোখে স্বপ্নের সীমানা
এ যেন পাহাড়ি ঝরণা পেলো খুঁজে
চলারই ঠিকানা
সুখের মেলা শুধু চোখে জেগেছে বন্যা ধারা
আজ মুখোমুখি দু’জনা পাগল পাড়া
নিঝুম রাত
জেগে আছে কিছু কিছু তারা
আজ মুখোমুখি দু’জনা পাগল পাড়া
নিঝুম রাত
মন যে আমার বাঁধন মানে না
এ যেন বিভোর সুখে হৃদয় আমার
খুঁজে পেলো মোহনা
সময় আমার হলো আপন
আমি যে আমি হারা
আজ মুখোমুখি দু’জনা পাগল পাড়া
নিঝুম রাত
জেগে আছে কিছু কিছু তারা
আজ মুখোমুখি দু’জনা পাগল পাড়া
নিঝুম রাত
জেগে আছে কিছু কিছু তারা
আজ মুখোমুখি দু’জনা পাগল পাড়া
নিঝুম রাত
Random Lyrics
- peão brasil e parentinho - obra divina lyrics
- the b boys - pressure inside lyrics
- gatsby - superhero lyrics
- lil toy yoda - toyota lyrics
- ryan mcmullan - hello darling lyrics
- pibefrio - wildcard lyrics
- chill with yavuuhulan - cancel lyrics
- ettow - fob lyrics
- xzay, zalen - highs and lows lyrics
- грубиян23 (grubiyan23) - удачи (good luck) (ft. jamaru & sabinur yun) lyrics