azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ar-k - nijhum raat lyrics

Loading...

নিঝুম রাত
জেগে আছে কিছু কিছু তারা
আজ মুখোমুখি দু’জনা পাগল পাড়া

নিঝুম রাত
জেগে আছে কিছু কিছু তারা
আজ মুখোমুখি দু’জনা পাগল পাড়া
নিঝুম রাত

নেই তো চোখে স্বপ্নের সীমানা
এ যেন পাহাড়ি ঝরণা পেলো খুঁজে
চলারই ঠিকানা
সুখের মেলা শুধু চোখে জেগেছে বন্যা ধারা
আজ মুখোমুখি দু’জনা পাগল পাড়া

নিঝুম রাত
জেগে আছে কিছু কিছু তারা
আজ মুখোমুখি দু’জনা পাগল পাড়া
নিঝুম রাত

মন যে আমার বাঁধন মানে না
এ যেন বিভোর সুখে হৃদয় আমার
খুঁজে পেলো মোহনা
সময় আমার হলো আপন
আমি যে আমি হারা
আজ মুখোমুখি দু’জনা পাগল পাড়া

নিঝুম রাত
জেগে আছে কিছু কিছু তারা
আজ মুখোমুখি দু’জনা পাগল পাড়া
নিঝুম রাত
জেগে আছে কিছু কিছু তারা
আজ মুখোমুখি দু’জনা পাগল পাড়া
নিঝুম রাত



Random Lyrics

HOT LYRICS

Loading...