![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
arbovirus - obastob lyrics
Loading...
[verse 1]
আমার সব অবাস্তব
অনেক বেশি আবেগী
প্রয়োজনে অবাঞ্ছিত
স্বপ্নঘোরে বিবাগী
সবার কাছ জীবন মানে
নিয়মে ঘেরা অনুনয়
আমার কাছে সেটা শুধুই অভিনয়
[chorus]
থামবো সবাই একই শেষে
আজকে না হয় খানিক বাদে
কী লাভ হলো সবার সুখে
রাঙিয়ে জগৎটাকে?
[instrumental break]
[verse 2]
তীব্র ক্ষোভে ধার করা সুখ
কারণ বিহীন বিলীন হয়
ঘুনে খাওয়া স্মৃতি গুলো
ধুলোর মাঝে আটকে রয়
বিরামহীন খুঁজছি আজ
সব শেষের ঐ শেষটা তাই
নীলচে অবশ অলসতায়
দুঃখ গুলো হচ্ছে ছাই!
[chorus]
থামবো সবাই একই শেষে
আজকে না হয় খানিক বাদে
কী লাভ হলো সবার সুখে
রাঙিয়ে জগৎটাকে?
[guitar solo]
[chorus]
থামবো সবাই একই শেষে
আজকে না হয় খানিক বাদে
কী লাভ হলো সবার সুখে
রাঙিয়ে জগৎটাকে?
Random Lyrics
- son, fire! - я не буду танцевать (i won't dance) lyrics
- ericteehee - insane lyrics
- eee gee - killing it lyrics
- kynlary - thats how it is lyrics
- vadqxm - comet lyrics
- sb19 lyrics lyrics
- nerd1k - when im ready lyrics
- bigbob - sup lyrics
- cilla black - one little voice (uno di voi) lyrics
- brindille - maréchal, le voilà ! (ep 2023) lyrics