arbovirus - omanush lyrics
Loading...
শুধুই হাত দেখি আমি
পড়ে থাকে মুঠো করে সাদা কালো নীল বেগুনী
সারাঘর জুড়ে ঘুরে বেড়ায় শত মানুষের ছায়া
তুমি পারোনা হারাতে তোমার আদিম উল্লাস
তোমার নিশ্বাসে কিসের পাপ
তোমার বিশ্বাসে অমানুষের জয়
তোমার আকাশে মৃত্যুর স্বাদ
তোমার গভীরে অশুভ কামনা…
অনেক ধোঁয়ার নিচে অসম অহংকার
চেনা মানুষের মাঝে অমানুষের বাস
পাথুরে চোখে ভয়ের শেষ আঁচড় মেটায়, তোমার তৃষ্ণা
তুমি পারোনা হারাতে তোমার আদিম উল্লাস
তোমার নিশ্বাসে কিসের পাপ
তোমার বিশ্বাসে অমানুষের জয়
তোমার আকাশে মৃত্যুর স্বাদ
তোমার গভীরে অশুভ কামনা…
Random Lyrics
- axwell - i love you (feat. ingrosso & kid ink) lyrics
- мы - полярная звезда lyrics
- nicki minaj - changed it lyrics
- smino - father son holy smoke lyrics
- silas james - eats ass lyrics
- liberación - lo mejor que hay en mi vida (la prohibida) lyrics
- ippo hafiz - dia untukku lyrics
- vicky leandros - kali nichta lyrics
- jetlagg - heavenly death lyrics
- capo lee - reflection lyrics