azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

arbovirus - oshonglognota lyrics

Loading...

দেয়াল ভেঙ্গে এক টুকরো আলো
উঁকি মারে অনিচ্ছায়
নেশার মত লাগে অপরিচিত বোধে

ভারি নি: শ্বাসে সে আপন

এত আলো, এত সত্য আমি নিতে পারি না

কিছুটা অস্পষ্টতায়, কিছুটা দ্বিধায়
নিজেদের আমরা সবাই ঘৃণা করি
মুখোমুখি যখন অবাধ্য আলোয়
মুখ ঘুরিয়ে নিই হীনম্মন্যতায়

এত আলো, এত সত্য আমি নিতে পারি না
নিজেকে আমি শুধুই হারাই অসংলগ্নতায়

এত আলো, এত সত্য আমি নিতে পারি না
নিজেকে আমি শুধুই হারাই অসংলগ্নতায়

এত আলো, এত সত্য আমি নিতে পারি না



Random Lyrics

HOT LYRICS

Loading...