arbovirus - tomar gaan lyrics
Loading...
তোমার গান(tomar gaan)
এই অট্টালিকার ভিড়ে
কুৎসিত কথার বিচরণে
আমাদের বেশ চলে যায় চলে যায়
ফাঁকি দেয়া এক চিলতে রোদ
যার নেয়না কেউ কখনও খোজ
তোমার কপালে চুমু আঁকে
আঁকে রোজ
সে চেনে তোমাকে
তোমার নেই কিছু লুকবার
আর আমি প্রার্থনা করি তোমার জন্যে
কত ভুল হাতড়ে খুঁজেছি
কতবার পথ হারিয়েছি
আলো ছোঁওয়ার অপেক্ষায়
আলো যখন পেয়েছি তখন ভেবেছি কোথায় অন্ধকার
সে ছিল যেন আপন
একান্তই আমার
পাঁজরের মাঝে যত্নে
বেড়ে ওঠা শূন্যতা
তাকে মুক্ত দেয়ার হয়নি সাহস
তাই তোমাকে
তোমাকে পেয়ে ভেঙ্গে ফেলার ভয়
উড়ে যাও ডানা মেলে…
Random Lyrics
- reserved for rondee - to brooklyn lyrics
- lodovica comello - il cielo non mi basta lyrics
- 梅とら - d lyrics
- mc bbo - nibiru parte 2 lyrics
- big mello - gotta hold on lyrics
- ljit - russell westbrook's pound cake in the morning lyrics
- bogfinkevej - iben hjejle lyrics
- lil peep x lil tracy - pass the castle walls lyrics
- ely shah x rishi badshah - hash tagged_prod. by beat plug lyrics
- 張敬軒 - 下次愛你 lyrics