
archan chakraborty & satinath mukherjee - aaj mone hoy ei niralay lyrics
আজ মনে হয় এই নিরালায়
সারাদিন ছন্দের গান শুনি
আমি এক স্বপ্নের জাল বুনি
নিজেরে হারাই সুরের.ও মায়ায়
আজ মনে হয় এই নিরালায়
সারাদিন ছন্দের গান শুনি
আমি এক স্বপ্নের জাল বুনি
নিজেরে হারাই সুরের মায়ায়
আজ মনে হয় এই নিরালায়
বাতাসের এই আবেশে
চলে যাই অজানা দেশে
বাতাসের এই আবেশে
চলে যাই অজানা দেশে
পাখিরা যেখানে শুধু
মরমের কাকলি শোনায়
আজ মনে হয় এই নিরালায়
সারাদিন ছন্দের গান শুনি
আমি এক স্বপ্নের জাল বুনি
নিজেরে হারাই সুরের.ও মায়ায়
আজ মনে হয় এই নিরালায়
কে যেন বলে গো আমায় আজ
পৃথিবীতে নাই ব্যাথা নাই
সে শুধু তুমি ওগো
এত কাছে আছো তাই
কে যেন বলে গো আমায় আজ
পৃথিবীতে নাই ব্যাথা নাই
সে শুধু তুমি ওগো
এত কাছে আছো তাই
জীবনের এই দোলাতে
যেন তাই হৃদয় মাতে
জীবনের এই দোলাতে
যেন তাই হৃদয় মাতে
ফুলেরা কেন কে জানে
এত যে সুরভি ছড়ায়
আজ মনে হয় এই নিরালায়
সারাদিন ছন্দের গান শুনি
আমি এক স্বপ্নের জাল বুনি
নিজেরে হারাই সুরের.ও মায়ায়
আজ মনে হয় এই নিরালায়
Random Lyrics
- hlwan paing - main ma yay lyrics
- michael rape - qualifikation [jbb 2018] lyrics
- faceless memoir - my universe lyrics
- ksiaze - złote jabłko lyrics
- meaku - if lyrics
- 2 magro - fode piranha saggáz lyrics
- boz - wenn musik töten kann lyrics
- grupo palavra certa - 10x0 lyrics
- เบนซ์ พริกไทย feat. b king - อย่าให้ใครต้องเสียใจ lyrics
- chitãozinho & xororó - a noite do nosso amor lyrics