arekta rock band - chaap lyrics
Loading...
প্রাচীর ঘেরা মনে ভাঙার প্রতিশ্রুতি
আকুল আমি হারাই ঘন এ কুয়াশায়
আসক্ত আমি তোমার মুক্তিতে
হারাবার বাসনায়
গভীর অন্ধকার ঘিরে রাখে এ আমায়
পথের শেষ ঠিকানা কুয়াশায়
ঠিকানা খুঁজে পাওয়ার পরেও কারাগারে বাঁধা
প্রেরণা হারিয়ে ছুটে চলার সমাপ্তি ঘোষণা
♪
ভ্রান্ত দু’জনে, অদ্ভুত পরিণতি
আটকে পড়ে কাটাই সুমধুর হতাশায়
আসবে তুমি পুরোনো অনুভূতিতে
হারাবার বাসনায়
গভীর অন্ধকার ঘিরে রাখে এ আমায়
পথের শেষ ঠিকানা কুয়াশায়
ঠিকানা খুঁজে পাওয়ার পরেও কারাগারে বাঁধা
প্রেরণা হারিয়ে ছুটে চলার সমাপ্তি ঘোষণা
♪
গভীর অন্ধকার ঘিরে রাখে এ আমায়
পথের শেষ ঠিকানা কুয়াশায়
Random Lyrics
- amethyst uk - daydreaming lyrics
- the arcana - ínfimo lyrics
- lil blacky - missing you lyrics
- caroliner - straw prisoner raised an alarm lyrics
- caroliner - ardelli horse haven lyrics
- ≠me (jpn) - 想わせぶりっこ (omowase burikko) lyrics
- lil flash$ (ukr) - tuesday lyrics
- aina abdul - jalan-jalan hari raya lyrics
- davvn - boy next door lyrics
- earl thomas conley - this ain't no way to be lyrics