![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
arekta rock band - eden lyrics
কখনও কি
ভেবেছ
বৃষ্টিস্নাত
পরিকল্পনায়
আল্পনায়
পথ দেখায়
স্বর্গীয় কোলাহলে
কল্পনায়
রচনার
অনাক্ষরিক অনুবাদ
দেখ কি পেয়েছ
তা তুমি কেড়ে নাও
এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও
এ আলোয়
দেখ কি পেয়েছ
তা তুমি কেড়ে নাও
এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও
এ আলোয়
মহাকাশের প্রাচীর ভেঙ্গে
তারার দেশে
হেলায় হারাই
পাহাড়ের পাড়ে হাত বাড়ালে
অতল গভীরতা
আল্পনায়
পথ দেখায়
স্বর্গীয় কোলাহলে
কল্পনায়
রচনার
অনাক্ষরিক অনুবাদ
দেখ কি পেয়েছ
তা তুমি কেড়ে নাও
এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও
এ আলোয়
দেখ কি পেয়েছ
তা তুমি কেড়ে নাও
এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও
এ আলোয়
দেখ কি পেয়েছ
তা তুমি কেড়ে নাও
এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও
এ আলোয়
দেখ কি পেয়েছ
তা তুমি কেড়ে নাও
এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও
এ আলোয়
Random Lyrics
- beat radio - dreaming wide awake lyrics
- viper (bra) - lucinha bordon lyrics
- page - lyssna på mamma lyrics
- the bottle rockets - man of constant anxiety lyrics
- ghettopop (pol) - otwarta głuwka lyrics
- titãs - cuidado com você lyrics
- sh trapper - atrativos lyrics
- eill (japanese) - この夜が明けるまで (until this night) lyrics
- heart - you're the voice (live) lyrics
- gatillazo - más chulo que un cortapichas lyrics