arekta rock band - ghum paranor gaan lyrics
Loading...
[intro]
ভাসমান মরীচিকার মতো
দূর থেকে কাছে ডাকে আবারও
[verse]
cigarette+এর ধোঁয়ায়
ঘুরপাখ পঙ্খিরাজ
boot জুতো জোড়া পায়ে
পথ যেন বেড়ে যায়
আর কত?
আকাশ বেয়ে নেমে আসে
কালো ডানায় মাথা ধরে
ঘুম ভেঙ্গে হাতড়ে খুঁজে
সবুজ আবেগ আগুনে পুড়ে
[chorus]
ঘুম পাড়ানোর গান থামাও
গড়ানো পাথর
তুমি দৌড় দাও, দৌড় দাও
[guitar solo]
[chorus]
ঘুম পাড়ানোর গান থামাও
গড়ানো পাথর
তুমি দৌড় দাও, দৌড় দাও
Random Lyrics
- bxnja - funnyforest :s lyrics
- phunk b - number unu lyrics
- caleb squire - only thing for christmas lyrics
- revonoc - inferno lyrics
- zaiigoh - the pain lyrics
- dave east, buda & grandz & dj drama - pray lyrics
- m4rkim - cosmic lyrics
- absolute (absolute) - don't kill your soul lyrics
- taciturn intrepid - i know, you know lyrics
- shockoe bottom boys - king henry (prod. storm) lyrics