arekta rock band - ke ami lyrics
Loading...
[verse 1]
রাত পোহায়
সাজানো শয্যা
এখন আঁধারে
আড়মোড়া ভেঙে তাকাই
স্বপ্নের দিকে
[pre+chorus]
হিসেবের খাতা খোলা
কী পাই, কী যে হারাই
প্রশ্ন করি অজানায়
[chorus]
পেতে চাওয়ার এই নেশায়
কোথায় আমার পরিচয়
অন্তহীন এই ছুটে চলা
[instrumental]
[verse 2]
দিন গড়ায়
খরস্রোতা
গতিময়তা
নির্বাসিত একা
স্বেচ্ছায় মেনে চলি
[pre+chorus]
শৃঙ্খলিত মূহুর্তের খাতা খোলা
কী পাই, কী যে হারাই
অজানায়
[chorus]
পেতে চাওয়ার এই নেশায়
কোথায় আমার পরিচয়
অন্তহীন এই ছুটে চলা
[instrumental]
[chorus]
কে আমি?
কে আমি?
কে আমি? কে?
[instrumental]
[chorus]
পেতে চাওয়ার এই নেশায়
কোথায় আমার পরিচয়
অন্তহীন এই ছুটে চলা
[chorus]
কে আমি?
কে আমি? কে?
কে আমি?
Random Lyrics
- eikon - beautiful lyrics
- cris mj & blessd - gucci en parís lyrics
- takecarevxbes - fall in lyrics
- mequantum - the foam on the seashore lyrics
- babytron - circo loco / just wanna rock lyrics
- jtpraiz - in my heart lyrics
- r rayliston - waves of misery lyrics
- lost myuu - can’t be saved (realise) [demo 2] lyrics
- dj crew - lola (18+) lyrics
- bryan david - on the way home lyrics