arekta rock band - notun shokal lyrics
Loading...
[verse]
মেঘ দেখে হয় তোমার ভয়
ভীষণ ঝড় বজ্রপাতে
কালবৈশাখী ধোঁকা দেয়
আর আমি নিচে দাঁড়িয়ে
ডানা মেলতে দেখি তোমাকে
ছুটি নিয়ে এ শহর থেকে
[chorus]
বোকা পাখি দাও তুমি উড়াল
আকাশে হারিয়ে যাও
দূরে কোথাও
বোকা পাখি দাও তুমি উড়াল
নতুন নীড় খুঁজে নাও
দূরে কোথাও
[instrumental]
[pre+chorus]
গোলাপি আকাশে
সীমানা ছেড়ে দূরে তাকাও
পড়ন্ত বিকেলে সন্ধ্যা নেমে এলে
তুমি জেনো আছি পাশে তোমার
[chorus]
বোকা পাখি দাও তুমি উড়াল
আকাশে হারিয়ে যাও
দূরে কোথাও
বোকা পাখি দাও তুমি উড়াল
নতুন নীড় খুঁজে নাও
দূরে কোথাও
[instrumental]
[outro]
হয়তো+বা দেখা হবে
দূর সাগর পাড়ে
সূর্য বেয়ে আসবে
নতুন সকাল
Random Lyrics
- fbg young & fbg dutchie - i be in my prime lyrics
- gnash - money, love & death lyrics
- wargasm (uk) - spit (hyper's deconstruction remix) lyrics
- artla & nashir - gang lyrics
- safira inema - rela lyrics
- jboat the rapper - where it all starts lyrics
- electronic mosh pit, rafi - august lyrics
- mugsy junior - psycho lyrics
- hosanna myrran - another mess lyrics
- emwu - 17-19 lyrics