arekta rock band - tasher prashad lyrics
Loading...
[chorus]
তাসের গড়া প্রাসাদ
যেন ভেঙেচুরে যায়
ঝড়ো বাতাসে
ভাঙা তারায়
আলো নিভে যায়
কালো নক্ষত্রে
[verse 1]
দাবার ছকে বাঁধা প্রতি মূহুর্তে
দিন গুনি রাতের আঁধারে
নেই কোনো পালাবার পথ
[chorus]
তাসের গড়া প্রাসাদ
যেন ভেঙেচুরে যায়
ঝড়ো বাতাসে
ভাঙা তারায়
আলো নিভে যায়
কালো নক্ষত্রে
[verse 2]
শ্বাপদের বেশে সে চোখের আড়ালে
আমি প্রহর গুনি ছিঁড়ে পালাতে
জানি একদিন আসবে
নতুন সূর্যের আলোর মাঝে
(ডাক আসে পরিচিত দিনের)
(নতুন সুর গ্রহণ করো)
[guitar solo: ifaz abrar reza]
[outro]
যত ক্লান্তি, পরিশ্রান্তি
দূরে সরে যাক
পৃথিবী আজ দেখবে
আমার রূপ
Random Lyrics
- uriel bromberg - overjoyed lyrics
- al matcott - crystal ball lyrics
- 3l3d3p - d!rt lyrics
- the runmen e.a.t. - the mystery of dead ned lyrics
- guns n' roses - perfect crime (2022 remaster) lyrics
- barry pablo - outerspace lyrics
- pocal - 100 miles lyrics
- juan cirerol - el cielo pretende decirme que no es soledad lyrics
- ste33 - selfish lyrics
- jean-baptiste guégan - chante, elvis lyrics