arekta rock band - tomar haat dhore ami aj bhorer opekkhay lyrics
[verse 1]
যদি বলি হারাতে চাই
লোকালয়ে লুকানো ছায়ায়
তুমি কি হাত বাড়িয়ে দেবে?
খুঁজে পাবে না কেউ তোমায়
আলো+আঁধারে চলো মিশে যাই
মুক্তি সব বিকল নিয়ম থেকে
[hook]
এই নীল রঙ রাতে
লাল রঙের মাঝে
রংধনু বানাই
ফেরারি চোখের মোহে
উপেক্ষা যত নিয়ম
চলো আজ হারাই
[instrumental]
[verse 2]
কতবার শুনেছি কত
নিষেধ সব রঙগুলো
দুর্নিবার তবুও ইচ্ছা
বাঁধ ভেঙে দাও, জোয়ার আনাই
বন্যার জলে আজ সব ভাসাই
পারি দেবো এই সাগর ভেলায়
[hook]
এই নীল রঙ রাতে
লাল রঙের মাঝে
রংধনু বানাই
ফেরারি চোখের মোহে
উপেক্ষা যত নিয়ম
[chorus]
মাতাল সুরের মূর্ছনাতে
যেন ডাক শোনা যায়
তোমার হাত ধরে আমি আজ
ভোরের অপেক্ষায়
অপেক্ষায়…
[guitar solo]
[bridge]
সকালের মিষ্টি রোদে
দুটো গান, বাজে একই সুরে
[chorus]
মাতাল সুরের মূর্ছনাতে
যেন ডাক শোনা যায়
তোমার হাত ধরে আমি আজ
ভোরের অপেক্ষায়
অপেক্ষায়…
[outro]
(অপেক্ষায়…)
(অপেক্ষায়…)
(অপেক্ষায়…)
(অপেক্ষায়…)
(অপেক্ষায়…)
(অপেক্ষায়…)
Random Lyrics
- zlata petrovic - sad ti ide sve od ruke lyrics
- joe ghatt - tried to hide lyrics
- jamule & fourty - intro lyrics
- black watr - all of me lyrics
- jønø/jono - hiraeth lyrics
- offlovelyy - (shield&sword) lyrics
- mikael gabriel - pilkku lyrics
- terrörhammer - blizzard of blood lyrics
- jefferyson - let it rain lyrics
- tokin - star child lyrics