arekta rock band - upashona lyrics
Loading...
[chorus]
আড়ালে চেনা গান গাও
উপাসনা গ্রহণ করো
আড়ালে চেনা গান গাও
উপাসনা গ্রহণ করো
আমার…
[verse 1]
ক্ষমা করো
আমার ক্লান্তিগুলো
খুঁজি শেষ কবিতা
সাজা যত দিতে চাও দিতে পারো
দরকার নেই বিচার
[pre+chorus]
বিদ্রোহ ঘোষণার
প্রার্থনা জানাই
যদি চাও তুমি
মানা করে দিও
চাইনা তো বিচার
[chorus]
আড়ালে চেনা গান গাও
উপাসনা গ্রহণ করো
আড়ালে চেনা গান গাও
উপাসনা গ্রহণ করো
[guitar solo]
[verse 2]
ভেঙেচুরে যাক (ভেঙেচুরে যাক)
পুরনো বিশ্বাস
তীর্থ আজ গত
বিদায় সবাই
আরাধনা আজ আমার সমর্পিত
[pre+chorus]
বিদ্রোহ ঘোষণার
প্রার্থনা জানাই
যদি চাও তুমি
মানা করে দিও
চাইনা তো বিচার
[chorus]
আড়ালে চেনা গান গাও
উপাসনা গ্রহণ করো
আড়ালে চেনা গান গাও
উপাসনা গ্রহণ করো
আমার…
Random Lyrics
- alex spinney - i remember lyrics
- offtopwrld - versatile lyrics
- maggie and terre roche - damned old dog (live) lyrics
- cmh - частушки 2 (chastushki 2) lyrics
- hayden forbes - right away lyrics
- goneafteraugust - deja vu lyrics
- алиса (alisa band) - преображение (transfiguration) lyrics
- latocha scott - if you don’t wanna love me lyrics
- autumn kings - the freedom lyrics
- lil uzi vert - doing my thing* lyrics