arijit singh & arindom chatterjee - thik emon ebhabe (from "gangster") lyrics
ঠিক এমন এভাবে
তুই থেকে যা স্বভাবে
আমি বুঝেছি ক্ষতি নেই
আর তুই ছাড়া গতি নেই
ছুঁয়ে দে আঙুল
ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবি, চোখের বাইরে না
ছুঁয়ে দে আঙুল
ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবি, চোখের বাইরে না
তোরই মত কোন একটা কেউ
কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়
তোরই মত কোন একটা ঢেউ
ভাসিয়ে আমায়, দুরে নিয়ে যায়
ছুঁয়ে দে আঙুল
ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবি, চোখের বাইরে না
ছুঁয়ে দে আঙুল
ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবি, চোখের বাইরে না
আটকে তোকে রাখতে চাইছি খুব
সকালে আমার, বিকেলে আমার
তুই ডাক না দিলে থাকব আমি চুপ
দিনেতে আমার, দুপুরে আমার
ঠিক এমন এভাবে
তুই থেকে যা স্বভাবে
আমি বুঝেছি ক্ষতি নেই
আর তুই ছাড়া গতি নেই
ছুঁয়ে দে আঙুল
ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবি, চোখের বাইরে না
ছুঁয়ে দে আঙুল
ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবি, চোখের বাইরে না
অভিজিত প্রামানিক অনিক
Random Lyrics
- sonido de la costa - dame bola lyrics
- nell - vain hope lyrics
- ortega - אורטגה - בא מלמטה - ba melemata lyrics
- manolo - deja de llorar lyrics
- sandra mccracken - call him good (psalm 104) lyrics
- $uicideboy$ - eclipse lyrics
- auténticos del rancho - amante del off-road lyrics
- alexander biggs - tidal wave lyrics
- luxury prince - burned lyrics
- mar mediavilla - sirenas lyrics