azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

arijit singh & arindom chatterjee - thik emon ebhabe (from "gangster") lyrics

Loading...

ঠিক এমন এভাবে
তুই থেকে যা স্বভাবে
আমি বুঝেছি ক্ষতি নেই

আর তুই ছাড়া গতি নেই

ছুঁয়ে দে আঙুল
ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবি, চোখের বাইরে না

ছুঁয়ে দে আঙুল
ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবি, চোখের বাইরে না

তোরই মত কোন একটা কেউ
কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়
তোরই মত কোন একটা ঢেউ
ভাসিয়ে আমায়, দুরে নিয়ে যায়

ছুঁয়ে দে আঙুল
ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবি, চোখের বাইরে না

ছুঁয়ে দে আঙুল
ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবি, চোখের বাইরে না

আটকে তোকে রাখতে চাইছি খুব
সকালে আমার, বিকেলে আমার
তুই ডাক না দিলে থাকব আমি চুপ
দিনেতে আমার, দুপুরে আমার

ঠিক এমন এভাবে
তুই থেকে যা স্বভাবে
আমি বুঝেছি ক্ষতি নেই
আর তুই ছাড়া গতি নেই

ছুঁয়ে দে আঙুল
ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবি, চোখের বাইরে না

ছুঁয়ে দে আঙুল
ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবি, চোখের বাইরে না

অভিজিত প্রামানিক অনিক



Random Lyrics

HOT LYRICS

Loading...