arijit singh feat. annwesha - bojhabo ki kore lyrics
Loading...
বোঝাবো কি করে তোকে কতো আমি
চাই
তর কথা মনে এলে নিজেকে হারাই
তোকেই মাথায় করে বেচে আছি তাই
আমি
তকেই মাথায় করে বেচে আছি তাই
আজ চুরি চুরি মন
উরি উরি মন, ঘুড়ি ঘুড়ি মন
তিলে তিলে হল কি যে
গেলো বিজে মন
আগে তো শ্রাবণের ছিল না কারন
তর সাথে দেখা হলো কেন নিরালায়
নিজেকে উজার করে রেখে দেয়া যায়
আজ চুরি চুরি মন
উরি উরি মন, ঘুড়ি ঘুড়ি মন
জেগে আছে দিন আর সেজে আছে ঘর
শুনাতে আমায় তর আসার খবর
উঠে যাবে চাঁদ আর ফুটে যাবে ফুল
মেলে দিলে চোখ তুই খুলে দিলে চুল
tokei mathay kore beche achi tai
আজ চুরি চুরি মন
উরি উরি মন, ঘুড়ি ঘুড়ি মন
বোঝাবো কি করে তোকে কতো আমি
চাই
তর কথা মনে এলে নিজেকে হারাই
তোকেই মাথায় করে বেচে আছি তাই
আমি
তকেই মাথায় করে বেচে আছি তাই
“উরি উরি মন, ঘুড়ি ঘুড়ি মন
Random Lyrics
- die bückeburger jäger - wenn die bunten fahnen wehen lyrics
- blutgericht - für dich lyrics
- 古巨基 - 儂本多情 lyrics
- gorillaz - andromeda* lyrics
- tokyo karankoron - トーキョーダイブ lyrics
- panormal,ft hmidou - the weeknd - starboy (parodie) lyrics
- el fantasma feat. lenin ramirez & jesús payan - mi 45 (en vivo) lyrics
- cy coleman - witchcraft lyrics
- gee yuhh - let go lyrics
- stateside - the way we were lyrics